বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূতের পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নবনিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ আজ সোমবার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা এবং সচিব রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ঢাকায় তার কার্যকালীন সময়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত আবিয়াহ বলেন, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ করতে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেন।
গত ৯ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। তিনি গত ১ জুলাই বাংলাদেশে তার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সৌদির সাবেক রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের স্থলাভিষিক্ত হলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক, ধর্মীয়, রাজনৈতিক ও শ্রমবাজারভিত্তিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নবনিযুক্ত রাষ্ট্রদূতের এ সাক্ষাৎকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।