জুলাই যোদ্ধার বিরুদ্ধে বিভ্রান্তিকর ভিডিওর অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’ জুলাই যোদ্ধার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা একটি বিভ্রান্তিকর ভিডিওর অপপ্রচার শনাক্ত করেছে।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটিতে সেনাবাহিনী যে অস্ত্র উদ্ধার করেছে, তা কোনো জুলাই যোদ্ধার কাছ থেকে নয়, বরং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
ভিডিওতে ‘নাগরিক টিভি’র লোগো থাকায় তা যাচাই করা হয় এবং তাদের ইউটিউব চ্যানেলে ১৫ জুন প্রকাশিত একই ঘটনার ভিডিও পাওয়া যায়। সেখানে দেখা যায়, সাতক্ষীরায় রিফাত আমিনের বাড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলেছে এবং অস্ত্র, ইয়াবাসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এরপর বিভিন্ন গণমাধ্যমেও এই ঘটনাটি সংবাদ হয়েছে। অভিযানে রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করা হয়।
বাংলাফ্যাক্ট নিশ্চিত করেছে, এই ভিডিওকে জুলাই যোদ্ধার সঙ্গে জড়িয়ে ছড়িয়ে দেওয়া মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্যের বিরুদ্ধে লড়াই করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করছে।