বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (MOI) আন্ডার সেক্রেটারি শেখ নাসের বিন আব্দুর রহমান আল খালিফার সঙ্গে।
গত ৩০ জুন বাহরাইনের রাজধানী মানামায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যু এবং বিশেষ করে বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির অফিস ডিরেক্টর কর্নেল আব্দুল লতিফ আল সাদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সাক্ষাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উভয়পক্ষ।