সিইসির সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক চলছে

নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধি ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।
রবিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় আগারগাঁওয়ে সিইসির কার্যালয়ে বৈঠক শুরু হয়।
বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন যুগ্ম-আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।