খালেদা জিয়ার জানাজা পড়াবেন যিনি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ
ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ
বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
জানাজা শেষে তাকে তার স্বামী
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানান দলটির মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
বেলা পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী
কমিটির জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং সংকটাপন্ন। টানা ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।