বজ্রপাতে জামগাছের ডাল ভেঙে পড়ে প্রাণ গেল বাবা ছেলের

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতের ফলে জামগাছের ডাল ভেঙে পড়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার কান্দিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (৪৮) এবং তার আট বছর বয়সী শিশু পুত্র নাইম।
স্থানীয়রা জানান, দুপুরে গোলাম মোস্তফা তার ছেলেকে সঙ্গে নিয়ে নিজ বীজতলায় কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় এবং সঙ্গে সঙ্গে ঝিরঝির বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। তখনই তারা পাশের একটি বড় জামগাছের নিচে আশ্রয় নেন। ঠিক সেই সময় বজ্রপাতটি ওই গাছেই আঘাত হানে। এর ফলে গাছের একটি বড় ডাল ভেঙে পড়ে বাবা-ছেলের ওপর।
স্থানীয় চাচা রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলেই মারা যান গোলাম মোস্তফা। গুরুতর আহত শিশু নাইমকে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। স্থানীয়দের সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।