বালুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ, স্থানীয়দের অভিযানে সাতটি ট্রাক আটক

নেত্রকোণার কলমাকান্দায় মহাদেও নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় সাতটি ট্রাক জব্দ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের হাতে আটক ট্রাকগুলো চালকসহ কলমাকান্দা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। জব্দ হওয়া ট্রাকচালকদের মধ্যে রয়েছেন নেত্রকোণার আমিনুল ইসলাম, আজিজুল ইসলাম, মো. শাকিল, মো. রুবেল, মো. নিজাম উদ্দিনসহ আরও দু’জন।
চালকরা জানান, রংছাতি মোড়ের মাদরাসা এলাকার আনোয়ার, জুয়েল ও হাসানো গাঁওয়ের রুবেলের কাছ থেকে প্রতিটি ট্রাকের বালু ১২ হাজার টাকায় কেনা হয়। তবে বালু কেনার পরও বাজার পারাপারে দিতে হয়েছে অতিরিক্ত চাঁদা। তাদের দাবি, ছোট ট্রাক থেকে ৪ হাজার ও বড় ট্রাক থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে।
চালক মো. রুবেল জানান, আগাম ৪ হাজার টাকা নিয়েছেন শরীফ নামে এক যুবক। আরেক চালক মো. নিজাম উদ্দিন বলেন, জহির নামে একজন তার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছেন।
এ বিষয়ে কলমাকান্দা থানার উপ-সহকারী পরিদর্শক (এসআই) মো. নজমুল হুদা বলেন, একটি চক্র বাজার পারাপারের নামে চাঁদা আদায় করছে—এমন একাধিক অভিযোগ পেয়েছি। কয়েকজনের নাম শনাক্ত করা হয়েছে, যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, জব্দ করা ট্রাকগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এভাবে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন চলতে থাকলে নদী তার স্বাভাবিক গতি হারাবে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। তারা দ্রুত প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানান।