স্কুলের সামনে ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন

বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বাগেরহাট পৌরসভার সামনে এই কর্মসূচি পালন করেন বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী ও স্থানীয়রা।
বক্তারা বলেন, বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ও জেলা ছাত্র দলনেতা শেখ আল মামুন, মোহাম্মদ মাহবুবুল আলম, শেখ শহিদুর রহমান ভুট্টো, শামিম মুন্সি, মাহিন হাসনাইন সার্জা, রোহিত হালদার, শেখ আল-আমিন হোসেন, ইমন শেখ, শেখ বাহাউদ্দিন ফাহিম, রবিউল ইসলাম, শেখ আকিব আহসান, শুভ্রত মজুমদার, কাজী তাসকিন, সরদার আব্দুল্লাহ, জিসান কাজী, আব্দুল্লাহ ফকির, সিয়াম, অনিন্দ্য সাহা সহ আরও অনেকে।
বক্তারা বলেন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের স্তুপ করে রাখা বর্জ্রে বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কসহ ওই এলাকার মানুষ অতিষ্ট। ময়লা-আবর্জনার গন্ধে শিক্ষার্থীরা ঠিক-ঠাক পড়াশুনা করতে পারছে না। গন্ধে নাক চেপে হাটতে হয় পথচারী ও শিক্ষার্থীদের। বিদ্যালয়ের বিপরীত পাশে পুরাতন পুলিশ লাইনস, পুলিশ লাইনস স্কুল ও বিদ্যুৎ অফিস রয়েছে। এসব কারণে এই সড়ক ও অফিসগুলো অনেক লোকজন আসেন। প্রতিটি মানুষ ভোগান্তিতে পড়ে এই ময়লা-আবর্জনার জন্য।
এই ভোগান্তি থেকে মুক্তির জন্য আমরা এর আগেও বিভিন্ন কর্মসূচি পালন করেছি। পৌর প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কাছেও স্মারকলিপি দিয়েছি। তারপরও তাদের টনক নড়েনি। আমরা ২৪ ঘন্টার মধ্যে যদি বিদ্যালয়ের সামনের সড়কে ময়লা ফেলা বন্ধ না হয়, তাহলে ওই ময়লা ভ্যানে করে পৌরসভার সামনে ফেলার ঘোষনা দেন মানববন্ধনকারীরা।
বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম বলেন, যেখানে ময়লা ফেলা হতো, সেটা আমাদের সেকেন্ডারি ডাম্পিং স্টেশন ছিল। যেহেতু শিক্ষার্থীরা এতে আপত্তি জানিয়েছে, যার কারণে আমরা পরিচ্ছন্নতাকর্মীদের ওই এলাকায় বর্জ্র ফেলতে নিষেধ করা হয়েছে।