হোটেল গ্রাণ্ড প্লাসিডে বৈদ্যুতিক শক খেয়ে ৫ বছরের শিশু আহত

খুলনার ময়লাপোতা মোড় এলাকার হোটেল দা গ্রান্ড প্লাসিড এ বৈদ্যুতিক শক খেয়ে আহত হয়েছেন ৫ বছরের শিশু কন্যা ফালাক (৫)। হোটেলের টপ ফ্লোরের সুইমিংপুলের রেলিং বিদ্যুতায়িত থাকায় শক লাগে শিশুটির হাতে। ঘটনা ধামাচাপা দেয়ার হোটেল কর্তৃপক্ষ তালবাহানা শুরু করেছেন বলে অভিযোগ করেছেন ফালাকের পিতা মোঃ ফারুক আকন। এই ঘটনায় খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
খুলনা সদর থানার দায়ের করা সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, নগরীর সোনাডাঙ্গা থানার আল আকসা গলির বাসিন্দা মোঃ ফারুক আকন ও তার পরিবারের সদস্যরা গত ১ এপ্রিল রাতে খুলনা সদর থানাধীন হোটেল দা গ্রান্ড প্লাসিড এ ঘুরতে গিয়ে উক্ত হোটেলের টপ ফ্লোরে ওঠেন ছবি তোলার জন্য। ছবি তোলার একপর্যায়ে তার মেয়ে ফালাক (৫) টপ ফ্লোরের পাশে গিয়ে রেলিং এ হাত দিলে ইলেকট্রিক শক আহত হয়।
মেয়ের কাছে বিষয়টি শুনে তিনি দেখতে পান টপ ফ্লোরের রেলিং এ বৈদুত্যিক তার দেওয়া আছে যা খোলা। বৈদ্যুতিক শকের কারনে তার মেয়ের হাতে পুড়ে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়। পরবর্তী আমি উপরোক্ত বিষয়টি হোটেলের কর্তৃপক্ষকে জানানো হলেও তারা বিষয়টি গুরুত্বের সাথে না নিয়ে তালবাহানা শুরু করে।
এব্যাপারে হোটেল কর্তৃপক্ষের ০১৩১২-৩৪৭৩৭৩ নম্বরে যোগাযোগ করলে তারা জানান, হোটেলে লাইটিং করেছে যারা এটা তাদের গাফিলতি। তারা বিদ্যুতের তার আগলা রাখায় রেলিং বিদ্যুতায়িত হয়ে যায়। তবে এর বেশী কিছু ওই নম্বরের অপর প্রান্ত থেকে জানাতে অপারগতা প্রকাশ করে।