চুয়াডাঙ্গায় এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান

চুয়াডাঙ্গায় এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)” স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন SEDP (Secondary Education Development Program) এর অধীনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, চুয়াডাঙ্গা সদর এবং জেলা শিক্ষা অফিস, চুয়াডাঙ্গার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহি অফিসার এম. সাইফুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি), এস এম আশিস মোমতাজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জিয়াউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব), চুয়াডাঙ্গা সদর, মোছাঃ দিল আরা চৌধুরী, জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব), চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন এবং শিক্ষাক্ষেত্রে তাদের নিরলস পরিশ্রম ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।