ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১৬
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি নার্সিংহোমে আগুন লেগে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩ জন।
সোমবার (২৯ ডিসেম্বর) স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন ।
শহরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সংস্থার প্রধান জিমি রোটিনসুলু জানিয়েছেন, রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ৩১ মিনিটে উত্তর সুলাওয়েসি প্রদেশের রাজধানী মানাডোর একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের খবর পান দমকলকর্মীরা।
তিনি বলেন, অনেক নিহতের মৃতদেহ তাদের ঘরের ভেতরে পাওয়া গেছে।
তিনি বলেন, সন্ধ্যায় অগ্নিকাণ্ডের সময় অনেক বয়স্ক বাসিন্দা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। কর্তৃপক্ষ দ্রুত অভিযান চালিয়ে অন্তত ১২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সম্প্রচারমাধ্যম মেট্রো টিভিতে প্রচারিত ফুটেজে দেখা যায়, আগুন দ্রুত নার্সিংহোমে ছড়িয়ে পড়ে এবং এ সময় স্থানীয় বাসিন্দারা এক বয়স্ক ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করেন।
উল্লেখ্য, ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় এ ধরনের প্রাণঘাতী অগ্নিকাণ্ড নতুন নয়।