ট্রাম্পের দাবি: তাইওয়ানকে আক্রমণ করছে না চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে জানিয়েছিলেন, ট্রাম্প ক্ষমতায় থাকা পর্যন্ত চীন তাইওয়ানে আক্রমণ করবে না। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজে সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ট্রাম্পের বক্তব্যের মূল বিষয়:
১. তিনি ধৈর্যশীল এবং চীনও যথেষ্ট ধৈর্যশীল।
২. না থাকলে, রাশিয়া ইউক্রেন দখল করত, তাইওয়ানকেও একই ধরনের হুমকি হতো।
৩. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর শি-ট্রাম্পের নিশ্চিত ফোনালাপ জুনে প্রথমবারের মতো হয়েছিল।
চীনের দৃষ্টিকোণ:
১. তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে।
২. প্রয়োজনে সামরিক কায়দায় একীভূতকরণের প্রস্তুতি রয়েছে।
৩. চীনা দূতাবাসের মতে, তাইওয়ান ইস্যু সংবেদনশীল, এক-চীন নীতি এবং যৌথ বিবৃতির প্রতি অঙ্গীকার মেনে সম্পর্ক বজায় রাখতে হবে।
তাইওয়ানের প্রতিক্রিয়া:
১. আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
২. ক্ষমতাসীন দল ডেমক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি বলেছেন, শত্রুর অঙ্গীকার বা মিত্রের সহায়তার ওপর পুরোপুরি নির্ভর করা যাবে না। তাই নিজস্ব প্রতিরক্ষা শক্তিশালী করা জরুরি।