ট্রাম্পের হুঁশিয়ারি: ‘চীন চুম্বক না দিলে ২০০% শুল্ক’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, চীন যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় চুম্বক না দিলে তাদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। গতকাল সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চীন এর আগে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে বিরল খনিজ ও চুম্বক রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করেছে। বর্তমানে বৈশ্বিক চুম্বকের প্রায় ৯০ শতাংশ সরবরাহ চীনের হাতে। এগুলো সেমিকন্ডাক্টর চিপসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্যে ব্যবহৃত হয়।
এদিকে ট্রাম্পের বক্তব্য এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রের ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সেমিকন্ডাক্টর শিল্পে ব্যাপকভাবে চীনা খনিজ নির্ভরতা রয়েছে।
যদিও জুলাইয়ে চীনের বিরল খনিজ রপ্তানি আবারও বেড়েছে, তবু ট্রাম্পের নতুন হুমকি দুই বৃহৎ অর্থনীতির বাণিজ্য বিরোধকে আরও জটিল করতে পারে। এর আগে চলতি মাসের শুরুতে সমঝোতার আভাস মিললেও সর্বশেষ মন্তব্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে।