চীনে বৈঠকে বসছেন পুতিন–পেজেশকিয়ান!

ইরানের পারমাণবিক কর্মসূচির পরিস্থিতি ও আঞ্চলিক-আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী সোমবার (১ সেপ্টেম্বর) চীনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রেসিডেন্ট মুখোমুখি হবেন। এ বিষয়ে ক্রেমলিনও নিশ্চিত করেছে।
ক্রেমলিনের ঘোষণায় বলা হয়েছে, রাশিয়ার দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য অংশীদার তেহরান। বৈঠকে পুতিন ও পেজেশকিয়ান ইরানের পারমাণবিক ইস্যু ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
এদিকে চীনে আয়োজিত এক সামরিক কুচকাওয়াজেও অংশ নেবেন রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতারা। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের পাশাপাশি উপস্থিত থাকবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এটিই হবে চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিন নেতার প্রথম প্রকাশ্য উপস্থিতি।