ট্রাম্প-জেলেনস্কি বৈঠক: মূল এজেন্ডা ইউক্রেন যুদ্ধের অবসান!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী সোমবার (১৮ আগস্ট) ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শনিবার (১৬ আগস্ট) এক্সে (সাবেক টুইটার) এ তথ্য জানান জেলেনস্কি।
তিনি লিখেছেন, “সোমবার, আমি ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করব। হত্যাকাণ্ড ও যুদ্ধের অবসান সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করব। আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ।”
ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপে জেলেনস্কি জানান, আলাস্কায় অনুষ্ঠিত ট্রাম্প-পুতিন বৈঠকের বিস্তারিত বিষয় তাকে অবহিত করা হয়েছে। তাদের কথোপকথনকে তিনি “দীর্ঘ ও বাস্তবসম্মত” বলে বর্ণনা করেন।
জেলেনস্কি বলেন, “শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।”
তিনি আরও জানান, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাবকে সমর্থন করে কিয়েভ। নেতৃস্থানীয় পর্যায়ে মূল বিষয়গুলো আলোচনার জন্য এই ফরম্যাটকে যথাযথ মনে করছেন তিনি।
একই সঙ্গে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ইউরোপীয় দেশগুলোর সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের সক্রিয় অংশগ্রহণ ইউক্রেনের জন্য নির্ভরযোগ্য নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করবে।
এর আগে গত শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে তিন ঘণ্টারও বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকের পর উভয় নেতাই ইতিবাচক মন্তব্য করলেও ইউক্রেন যুদ্ধ অবসানে কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।