ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়া সুভরিদেঙ্কোকে আমন্ত্রণ জেলেনস্কির

ইউক্রেনের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য অর্থনীতিবিদ ইউলিয়া সুভরিদেঙ্কোকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত সোমবার (১৪ জুলাই) তিনি ইউলিয়াকে সরকার পরিচালনার দায়িত্ব নিতে আহ্বান জানান।
জেলেনস্কি একইসঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস স্যামিহালকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন। এতে ইউক্রেন সরকারের শীর্ষপর্যায়ে বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। তবে এই নিয়োগ কার্যকর করতে প্রয়োজন হবে সংসদীয় অনুমোদন।
এই পরিবর্তনকে যুদ্ধ শেষ করতে কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, “আমরা ইউক্রেনের অর্থনৈতিক সম্ভাবনা, সহায়তা কর্মসূচির বিস্তৃতি এবং অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা করেছি।” তিনি আরও লেখেন, “এই লক্ষ্য অর্জনের জন্য আমরা নির্বাহী শাখায় রদবদল শুরু করছি। ইউলিয়াকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।”
৩৯ বছর বয়সী ইউলিয়া সুভরিদেঙ্কো একজন অর্থনীতিবিদ। ২০২১ সাল থেকে তিনি ইউক্রেনের প্রথম উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময়ে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি আলোচনায় মুখ্য ভূমিকা পালন করেছেন।
অন্যদিকে, জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে স্যামিহালের অভিজ্ঞতার প্রশংসা করে বলেন, “প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনে তার অভিজ্ঞতা অমূল্য হবে।” ২০২০ সালের মার্চ থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা স্যামিহাল ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি সরকার প্রধানদের একজন।