“আপনিও আগের মতো একই স্যুট পরেছেন”

রাষ্ট্রীয় সভা কিংবা আন্তর্জাতিক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেখা যায় দেশীয় প্রতীক খচিত সোয়েট বা পোলো শার্টে। সাধারণত তিনি সামরিক ধাঁচের কালো, ধূসর বা খাকি কার্গো প্যান্ট পরে থাকেন।
গত ২৮ ফেব্রুয়ারির হোয়াইট হাউস বৈঠকে টাই না পরায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে আপত্তি জানিয়েছিলেন। এবারও সাংবাদিকরা জেলেনস্কির পোশাক নিয়ে প্রশ্ন করেন। তবে এবার তিনি আগে থেকেই প্রস্তুত ছিলেন। সাধারণ সামরিক পোশাকের বদলে গাঢ় স্যুট পরেন এবং সাংবাদিককে মজা করে বলেন, “আপনিও আগের মতো একই স্যুট পরেছেন।” এই মন্তব্যে উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তাদের মধ্যে হাসির রোল পড়ে। এমনকি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেন, জেলেনস্কি এবার স্যুটে ভালো দেখাচ্ছেন।
পোশাককে হোয়াইট হাউসে শিষ্টাচারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। মার্কিন কর্মকর্তারা জেলেনস্কির নতুন পোশাকের পরিকল্পনা আগে থেকে জানত। এটি ২০২২
সালের ন্যাটো সম্মেলনের পোশাকের মতো, যা স্যুটের মতো হলেও পুরোপুরি স্যুট নয়। অ্যাক্সিওসের বরাত অনুযায়ী, জেলেনস্কির পোশাক প্রভাবশালীভাবে নেতাদের সঙ্গে কথোপকথন এবং কূটনৈতিক প্রভাব বাড়াতে সাহায্য করে।
জেলেনস্কি এখন শুধু সামরিক নেতৃত্ব নয়, কূটনৈতিক শালীনতায়ও দক্ষতার দৃষ্টান্ত স্থাপন করছেন।