ভারতের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। গতকাল বুধবার (২০ আগস্ট) দেশটির ওড়িশা রাজ্য থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়।
ভারতীয় প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, উৎক্ষেপণে সব কার্যকরী ও প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করা হয়েছে। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র কার্যকর হলে এটি পুরো চীনের যেকোনো স্থানে পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম হবে।
বিশ্লেষকদের মতে, এ পরীক্ষা পাকিস্তান ও চীনের বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের অংশ।
ভারত ও চীন দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে সম্পর্ক তলানিতে পৌঁছায়।
ভারত কোয়াড জোটের (যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান) অংশ, যা সাধারণত চীনের মোকাবিলার কৌশল হিসেবে বিবেচিত।
পাকিস্তানও পারমাণবিক শক্তিধর দেশ। কাশ্মীরে সাম্প্রতিক সংঘাত দুই প্রতিবেশীর সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েনও চলছে। রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ না করলে আগামী ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করার হুমকি দিয়েছে ওয়াশিংটন।