ইন্দোনেশিয়ায় ফেরি ডুবির ঘটনায় চার নিহত, অনেকে নিখোঁজ

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের বানিউওয়াঙ্গি বন্দরের কাছ থেকে বালির দিকে যাচ্ছিল একটি ফেরি, যাতে ৬৫ জন আরোহী ছিলেন। বুধবার (২ জুলাই) রাতে যাত্রার মাত্র আধাঘণ্টার মধ্যে দুর্ভাগ্যবশত ফেরিটি ডুবে যায়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।
দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, এখন পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩১ জনকে জীবিত উদ্ধার করা গেছে। অন্যদিকে ৩০ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ফেরিতে ৫৩ জন যাত্রী ও ১২ জন কর্মী ছিলেন, সাথে ছিল ২২টি যানবাহন। তীব্র স্রোত ও ঝড়ো হাওয়ার কারণে উদ্ধারকাজে জটিলতা দেখা দিচ্ছে। উদ্ধারকাজে একটি হেলিকপ্টার ও ১৩ জন ডুবুরি নিযুক্ত রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী ফেরিতে কোনো বিদেশি নাগরিক ছিলেন না।
ইন্দোনেশিয়া একটি দ্বীপদেশ হওয়ায় ফেরি যাত্রা অত্যন্ত সাধারণ হলেও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে দুর্ঘটনা ঘটছে নিয়মিত। অতিরিক্ত যাত্রী বহন এবং জীবনরক্ষাকারী সরঞ্জামের অভাব এসব দুর্ঘটনার মূল কারণ।
গত বছর ২০২৩ সালে সুলাওয়েসি দ্বীপের কাছে আরেকটি ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু ঘটে।