কানাডার এমপিদের পশ্চিম তীরে ঢুকতে ইসরায়েলের বাধা
ফিলিস্তিনি কর্মকর্তা ও মানবাধিকার কর্মীদের সঙ্গে আলোচনা করতে অধিকৃত পশ্চিম তীরে যেতে চাওয়া কানাডার পার্লামেন্ট সদস্যদের একটি দলকে প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েল। কানাডার নাগরিক সমাজ গোষ্ঠীগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান
মুসলিমস (এনসিসিএম) মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, কানাডার পার্লামেন্টের ছয় সদস্য প্রতিবেশী
জর্ডান হয়ে পশ্চিম তীরে প্রবেশের চেষ্টা করেছিলেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের ফেরত
পাঠায়।
এনসিসিএমের ভাষ্য অনুযায়ী,
কানাডিয়ান-মুসলিম ভোট নামে একটি অলাভজনক সংগঠন আয়োজিত সফরের অংশ হিসেবে এমপিরা ওই অঞ্চলে
যাচ্ছিলেন। এ সময় ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের জানায়, দলটিকে ‘জননিরাপত্তার জন্য হুমকি’
হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ
করেছেন এনসিসিএম-এর প্রধান নির্বাহী স্টিফেন ব্রাউন। তিনি বলেন, প্রতিনিধিদলের সব সদস্যের
জন্যই ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন (ইটিএ) জারি করা হয়েছিল। এরপরও নির্বাচিত জনপ্রতিনিধিসহ
বৈধ পর্যবেক্ষকদের ‘জননিরাপত্তার হুমকি’ দেখিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
ব্রাউন আরও বলেন, এই সিদ্ধান্ত
হতাশাজনক। অধিকৃত অঞ্চলের বাস্তবতা স্বাধীনভাবে প্রত্যক্ষ করতে আগ্রহীদের প্রবেশাধিকার
সীমিত করার প্রবণতা দেখা যাচ্ছে।