খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ তারকা অঙ্গন
বাংলাদেশের প্রথম নারী
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শুধু রাজনৈতিক অঙ্গন
নয়, দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনের তারকারাও গভীরভাবে শোকাহত হয়েছেন। তার মৃত্যুতে অভিনেতা,
অভিনেত্রী ও নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তার মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়।
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা
শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা
জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।’
অভিনেত্রী নুসরাত ফারিয়া
শোক প্রকাশ করে লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা
করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’
খালেদা জিয়াকে বাংলাদেশের শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক হিসেবে স্মরণ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি লেখেন, “জেল-জুলুম সহ্য করেও কখনো দেশ ছেড়ে যাননি বলেই তিনি ‘আপসহীন নেত্রী’। তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয়।”
নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ
শোক জানিয়ে বলেন, ‘বিদায় দেশনেত্রী, আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দিন।’
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করে লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
অভিনেত্রী মেহের আফরোজ
শাওন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘নব্বই দশকে বেড়ে ওঠা আমাদের প্রজন্ম আপনাকে ভালো-মন্দ
নানা কারণে মনে রাখবে।’
অন্যদিকে অভিনেত্রী অপু
বিশ্বাসও বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। একটি পুরোনো ছবি শেয়ার করে
তিনি লেখেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন
মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহিয়সী নারীর প্রস্থান যুগে যুগে বাংলাদেশের মানুষের
হৃদয়ে লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা।’
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর
থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ১৯৪৬
সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা এই মহীয়সী নেত্রী ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম
নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব
পালন করে তিনি রাষ্ট্রনায়ক, রাজনৈতিক প্রতীক ও আপসহীন নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত
রেখে গেছেন।
তার প্রয়াণে আজ শোকস্তব্ধ রাজনীতি, সংস্কৃতি অঙ্গন এবং সাধারণ মানুষের হৃদয়। একজন শক্তিশালী নেতৃত্বের অবসানে সৃষ্টি হয়েছে গভীর শূন্যতা।