বিজয়ের মাসে ‘নকশীকাঁথার জমিন’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী
বিজয়ের মাসকে ঘিরে মহান
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে আকরাম খান পরিচালিত ‘নকশীকাঁথার
জমিন’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল
সাড়ে ৫টায় ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে এই প্রদর্শনী হবে।
প্রখ্যাত কথাসাহিত্যিক
হাসান আজিজুল হক রচিত ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত এ সিনেমা।
আয়োজকরা জানান, হল ভাড়া
ও আবশ্যিক ইউটিলিটির খরচ যোগাড় করার জন্য টিকিটের অল্প কিছু মূল্য নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য ১৫০ টাকা এবং পেশাজীবীদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট
কিনতে ০১৭১২২০৩০০০ নম্বরে বিকাশ করতে হবে।
টিকিট কিনতে
https://forms.gle/bppQJzboaGPMYtyB6 -তে লগইন করে নিবন্ধন করতে হবে।
নিবন্ধন সম্পন্ন হলে হোয়াটসঅ্যাপ
নম্বর বা ই-মেইলে ই-টিকিট পাঠানো হবে। যারা আগে নিবন্ধন করেছেন, তাদের নতুন করে নিবন্ধন
করার প্রয়োজন নেই।
বিস্তারিত জানার জন্য ০১৯১৫৬৯০৬১৫
যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।