শেফালি জারিওয়ালার মৃত্যু: উপবাসের দিনে ইনজেকশন, ওষুধে বিষক্রিয়াই কি মৃত্যুর কারণ?

মাত্র ৪২ বছর বয়সে বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিনোদন অঙ্গনে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এখনো পাওয়া না গেলেও চিকিৎসক ও ফরেনসিক বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণায় উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য।
চিকিৎসকদের দাবি, শেফালি বয়স কমানো ও সৌন্দর্য রক্ষার নানা চিকিৎসা নিচ্ছিলেন—তাও আবার চিকিৎসকের পরামর্শ ছাড়াই। পাশাপাশি তিনি নিজেই গ্রহণ করছিলেন বিভিন্ন ধরনের ওষুধ ও ইনজেকশন, যেগুলোর মধ্যে ছিল গ্লুটাথিয়ন, ভিটামিন 'সি', এবং অম্বল কমানোর মেডিসিন।
ফরেনসিক টিমের ভাষ্য অনুযায়ী, শেফালির ঘরে পাওয়া গেছে গ্লুটাথিয়নের ইনজেকশন, ভিটামিন ‘সি’ আইভি ড্রিপ, অম্বল কমানোর ওষুধসহ একাধিক মেডিকেশন। গ্লুটাথিয়ন সাধারণত ত্বক ফর্সা, ডিটক্সিফিকেশন ও অ্যান্টি-এজিং চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে এটি সঠিক মাত্রায় না নিলে বিপজ্জনক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
শেফালির ঘনিষ্ঠ বান্ধবী পূজা ঘাই জানান, মৃত্যুর দিন তিনি সত্যনারায়ণ পূজা উপলক্ষ্যে উপবাসে ছিলেন। এ অবস্থায় শরীরে কিছু না নিয়েই আইভি-র মাধ্যমে ভিটামিন ‘সি’ ইনজেকশন নেন, যা শরীরে দ্রুত প্রবেশ করে। চিকিৎসকদের অনুমান, খালি পেটে এসব ইনজেকশনের কারণে তার শরীরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়, যা হৃদযন্ত্রে চাপ সৃষ্টি করে।
চিকিৎসকদের মতে, খাদ্যে বিষক্রিয়া ও অতিরিক্ত উপবাসের কারণে তার রক্তচাপ হঠাৎ করে অনেক নিচে নেমে যায়, যার ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে।
যদিও এখনো মৃত্যুর চূড়ান্ত কারণ নিশ্চিত নয়, তবে স্বাস্থ্যসচেতনতা ও সৌন্দর্যচর্চার নামে নিজে থেকেই ওষুধ ও ইনজেকশন গ্রহণ যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, শেফালির মৃত্যু তার একটি প্রমাণ হয়ে উঠেছে।
ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রকাশের পরই বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্টরা।