হলিউডের ‘ওয়াক অব ফেম’-এ দীপিকা পাড়ুকোন, ২০২৬ সালের তালিকায় একমাত্র ভারতীয়

আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি গৌরবময় অর্জন যুক্ত হলো বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের ঝুলিতে। হলিউডের মর্যাদাপূর্ণ ‘ওয়াক অব ফেম’-এ যুক্ত হচ্ছেন এই গ্লোবাল আইকন। ২০২৬ সালের জন্য ঘোষিত মোশন পিকচার বিভাগের নতুন তালিকায় দীপিকার নাম অন্তর্ভুক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) হলিউড চেম্বার অব কমার্সের আয়োজিত সরাসরি সম্প্রচারে এ ঘোষণা আসে। এ বছর ঘোষিত তালিকায় এমিলি ব্লান্ট, টিমোথি শ্যালামে, রামি মালেক, র্যাচেল ম্যাকঅ্যাডামস, ডেমি মুর, স্ট্যানলি টুচি ও মাইলি সাইরাসের মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে রয়েছেন দীপিকাও। তবে এই তালিকায় তিনিই একমাত্র ভারতীয়।
অভিনয়ে দক্ষতা, বৈশ্বিক জনপ্রিয়তা ও প্রভাবের জন্য তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে বলে জানা গেছে।
দীর্ঘ ক্যারিয়ারে ভারতীয় চলচ্চিত্রে অসাধারণ অবদান রাখার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজের অবস্থান দৃঢ় করেছেন দীপিকা। ২০১৭ সালে হলিউড সিনেমা ‘xXx: Return of Xander Cage’-এ ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করে বিশ্বমঞ্চে তাঁর অভিষেক ঘটে।
এর আগে ২০১৮ সালে টাইম ম্যাগাজিন তাঁকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেয়। পেয়েছেন টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড। এছাড়া কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচনের ঐতিহাসিক দায়িত্বও পালন করেন তিনি, যা বিশ্বের কোটি দর্শকের নজর কাড়ে।
সম্প্রতি প্রথম সন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। মাতৃত্বকালীন বিরতির পর শিগগিরই তিনি কাজে ফিরছেন। তাঁকে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক অ্যাটলির নতুন সিনেমায়।
হলিউড ওয়াক অব ফেম হচ্ছে লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ডে অবস্থিত একটি বিখ্যাত পথ, যেখানে বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের নাম খোদাই করে বসানো হয়। এটি আন্তর্জাতিক সম্মাননার এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়।