বহিরাগতদের হামলায় জেমসের কনসার্ট বন্ধের কারণ জানাল উপস্থাপক
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপনী দিনে বহিরাগতদের হামলার মুখে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের (নগর বাউল) সংগীতানুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকরা। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্কুল প্রাঙ্গণে
জেমসের পরিবেশনা শুরু হওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শী ও আয়োজক
সূত্র জানায়, অনুষ্ঠান শুরুর ঠিক আগমুহূর্তে কয়েকজন বহিরাগতকে প্রবেশে বাধা দেওয়া হলে
তারা উত্তেজিত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং মঞ্চ দখলের চেষ্টা চালায়। এ সময় স্কুলের
শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিক্ষুব্ধরা
ঘটনাস্থল থেকে সরে গেলেও নিরাপত্তাজনিত উদ্বেগে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া
হয়।
পরিস্থিতি অবনতির প্রেক্ষিতে
রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা
দেন, উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে জনপ্রিয় উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা সামাজিক মাধ্যমে জানান, অনুষ্ঠানটি সুন্দরভাবে চলছিল এবং জেমস মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি যখন র্যাফেল ড্র পরিচালনা করছিলেন, ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে বৃষ্টির মতো পাথর ও ইট পড়তে শুরু করে।
তার মতে, একটি বড় পাথর
ঠিক তার সামনে এসে পড়ে, আর মুহূর্তেই জনসমাগম আতঙ্কে ছুটোছুটি শুরু করে।
তিনি আরও জানান, প্রায়
১৫ হাজার মানুষের ভিড় সামলাতে আয়োজকরা হিমশিম খাচ্ছিলেন। ইটের আঘাতে অনেক শিক্ষার্থী
ঘটনাস্থলেই আহত হয়ে রক্তাক্ত হন।
এদিকে বর্ষপূর্তি অনুষ্ঠানের
প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, ‘জেমসের অনুষ্ঠান সফল করতে
সব প্রস্তুতি ছিল। কিন্তু হঠাৎ হামলার ঘটনা ঘটে। ইটের আঘাতে আমাদের স্কুলের অন্তত ১৫
থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি
বাতিল করতে বাধ্য হয়েছি।’
উল্লেখ্য, বৃহস্পতিবার
(২৫ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় ও উদযাপন পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, শপথবাক্য পাঠ
এবং ব্যানার-ফেস্টুন ও ঘোড়াগাড়িসহ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দুই দিনব্যাপী
বর্ষপূর্তি অনুষ্ঠানমালা শুরু হয়। শুক্রবার রাতে র্যাফেল ড্র, সাংস্কৃতিক আয়োজন ও
জেমসের পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্তি হওয়ার কথা ছিল।
ব্রিটিশ আমলে ১৮৪০ সালে
প্রতিষ্ঠিত ফরিদপুর জিলা স্কুল দেশের অন্যতম প্রাচীন সরকারি বিদ্যালয়। শিক্ষা ও সংস্কৃতিতে
ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এ অঞ্চলের সামাজিক আন্দোলনেও ভূমিকা রেখে আসছে।