উইজ খলিফাকে ৯ মাসের কারাদণ্ড
রোমানিয়ায় মঞ্চে প্রকাশ্যে গাঁজা সেবন করায় মার্কিন র্যাপার উইজ খলিফাকে
৯ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়।
গত বছর রোমানিয়ার কোস্টিনেস্তিতে অনুষ্ঠিত ‘বিচ, প্লিজ’ নামের একটি কনসার্টে
পারফর্ম করার সময় তিনি প্রকাশ্যে গাঁজা সেবন করেছিলেন। এমনকি গ্রেপ্তারও হয়েছিলেন তখন।
এবার সে ঘটনার জেরে কারাদণ্ডে দণ্ডিত হলেন ‘সি ইউ অ্যাগেইন’ খ্যাত এই শিল্পী।
জানা গেছে, এর আগে প্রাথমিক রায়ে রোমানিয়ার আদালত তাকে ৩ হাজার ৬০০ রোমানিয়ান
লেই (প্রায় ৯৬ হাজার টাকা) জরিমানা করেছিলেন। কিন্তু এক আপিলের পর সেই সিদ্ধান্ত বাতিল
করে তাকে সরাসরি কারাদণ্ড ভোগের নির্দেশ দেন আদালত। এই সাজা ঘোষণার সময় তিনি আদালতে
উপস্থিত ছিলেন না। কারণ তিনি তখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় পারফর্ম করেছেন এই শিল্পী। সক্রিয় আছেন সামাজিক
মাধ্যমেও। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন শিল্পীর কাছ থেকে ১৮ গ্রামের বেশি গাঁজা
পাওয়া যায় এবং তিনি মঞ্চে দাঁড়িয়ে তা সেবন করেছিলেন। বিচারকরা এই রায় নিয়ে বলেছেন,
তরুণদের কাছে একজন জনপ্রিয় তারকা উইজ। হাজার হাজার তরুণের সামনে তার এমন কর্মকাণ্ড
অবৈধ আচরণকে স্বাভাবিক হিসেবে তুলে ধরেছে, যা সমাজ ও তরুণ প্রজন্মকে মাদক গ্রহণে উৎসাহিত
করতে পারে।