মেসি বিতর্কের জবাব দিলেন শুভশ্রী
ভারত সফরের অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতায় একটি ইভেন্টে অংশ নেন ফুটবল তারকা লিওনেল মেসি। ওই অনুষ্ঠানে টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মেসির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তাকে ঘিরে ট্রলের ঝড় ওঠে। বিষয়টি নিয়ে প্রথমে ফেসবুকে এবং পরে থানায় অভিযোগ করেন শুভশ্রীর স্বামী, নির্মাতা রাজ চক্রবর্তী। এবার পুরো ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করলেন শুভশ্রী নিজেই।
শুভশ্রী জানান, মেসির সঙ্গে
দেখা করার জন্য তিনি আমন্ত্রণ পেয়েছিলেন। সেই আমন্ত্রণ অনুযায়ী শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নির্দিষ্ট
একটি হোটেলে পৌঁছে প্রথমবার মেসির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ছবি তোলা হয়। তার মতে,
সকাল সাড়ে ৮টার দিকে তিনি হোটেলে যান এবং ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে সাক্ষাৎ
ও ছবি তোলা সম্পন্ন হয়।
তিনি আরও বলেন, হোটেল থেকে
বেরোনোর সময় মেসির জনসংযোগ দলের পক্ষ থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাওয়ার অনুরোধ জানানো
হয়। তাদের যুক্তি ছিল, নিরাপত্তা ও ব্যবস্থাপনার নানা দিক বিবেচনায় তিনি সেখানে গেলে
আয়োজকদের কাজ সহজ হবে।
বাংলা চলচ্চিত্র অঙ্গন
থেকে কেন শুধু তাকেই আমন্ত্রণ জানানো হলো এবং তিনি ক্ষমতাসীন দলের বিধায়কের স্ত্রী
বলেই কি বিশেষ সুবিধা পেয়েছেন এমন প্রশ্নের জবাবে শুভশ্রী বলেন, এ বিষয়ে আয়োজকদের পিআর
টিমই ভালো ব্যাখ্যা দিতে পারবে।
অভিনেত্রী জানান, মাঠের
পরিস্থিতি উত্তপ্ত হতে তিনিও দেখেছেন এবং পুরো ঘটনার দায় মূলত আয়োজকদের ব্যবস্থাপনার
ওপরই বর্তায়। পরিস্থিতি অশান্ত হয়ে ওঠার পর তিনি সেখান থেকে বেরিয়ে যান বলেও জানান।
ট্রলের প্রসঙ্গে শুভশ্রী
প্রশ্ন তুলে বলেন, তিনি মাঠে গিয়ে কারও দেখায় বাধা হননি এমনকি পাশের তাঁবুতে বসেও তিনি
নিজে মেসিকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না। তার দাবি, হোটেলে গিয়ে ছবি তোলা কোনো অপরাধ
হতে পারে না; তবে ভুল সময়ে প্রযুক্তিগত কারণে ছবি পোস্ট হয়ে যাওয়া ভুল হিসেবে ধরা যেতে
পারে।
ক্ষোভ প্রকাশ করে শুভশ্রী বলেন, তিনি নারী এবং বাংলা ছবির অভিনেত্রী বলেই কি আক্রমণের শিকার হচ্ছেন এ প্রশ্ন তার। অন্য ইন্ডাস্ট্রির তারকারাও তো এমন সাক্ষাতে যান তাহলে তার ক্ষেত্রেই কেন কটাক্ষ? পাশাপাশি ব্যক্তিগত আক্রমণ ও অবমাননাকর মন্তব্য নিয়েও আপত্তি জানান তিনি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।