বিরিশিরিতে নবান্ন উৎসব: লোকজ সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত একাডেমি!
‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব।
গতকাল রবিবার (১৬ নভেম্বর) বিকেলে একাডেমির হলরুমে আয়োজিত এই উৎসবে পরিবেশিত হয় বর্ণিল ও প্রাণবন্ত লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। সঞ্চালনা করেন একাডেমির নৃত্যশিক্ষক মালা মার্থা আরেং। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গ্রামবাংলার লোকজ নৃত্য, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা দর্শকদের মোহাচ্ছন্ন করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক ও কবি পরাগ রিছিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল মুকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির আহ্বায়ক সজীম শাইন, কবি লোকান্ত শাওন, শফিউল আলম স্বপন, দুনিয়া মামুন, জন ক্রসওয়েল খকসি প্রমুখ।
নবান্ন উৎসবের গুরুত্ব তুলে ধরে একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল বলেন, "বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে নবান্ন অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। নতুন ধান কাটা এবং সেই ধানের প্রথম অন্ন ভোজনকে ঘিরে এ উৎসব পালিত হয়। এটি বাঙালির ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ঐতিহ্য ধরে রাখতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। "