জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়লো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পরীক্ষার আবেদন ফরম আগামী ৩০ জুলাই (বুধবার) পর্যন্ত অনলাইনে পূরণ করা যাবে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ডাটা এন্ট্রি কাজ ৩১ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত সম্পন্ন করতে হবে।
সোনালী ব্যাংকের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩ আগস্ট (রবিবার) থেকে ৪ আগস্ট (সোমবার) পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পূর্বে প্রকাশিত স্মারক নম্বর জাতীঃ বিঃ/পনি/অনার্স ১ম বর্ষ/২০১০/৩১৩৬/৫৯৩৪, তারিখ ১৭ মে ২০২৫ মোতাবেক ঘোষিত অন্যান্য শর্তাবলি আগের মতোই প্রযোজ্য থাকবে।