জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের পরীক্ষা শুরু ৩১ জুলাই থেকে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ২য় বর্ষের পূর্বে স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত তারিখে অনুষ্ঠিত না হওয়া পরীক্ষাগুলো আগামী ৩১ জুলাই থেকে নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। প্রতিদিন পরীক্ষার শুরু সময় দুপুর ২টা নির্ধারিত হয়েছে এবং পরীক্ষা চলাকালীন সময়কাল থাকবে প্রশ্নপত্রে উল্লিখিত সময়ানুসারে।
নতুন সময়সূচি অনুযায়ী দর্শন, মৃত্তিকা বিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রসায়ন, হিসাববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, উদ্ভিদবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, ব্যবস্থাপনা, ক্রীড়াবিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং সংস্কৃত বিষয়গুলোর স্থগিত পরীক্ষা ৩১ জুলাই থেকে ১০ আগস্ট ২০২৫ সালের মধ্যে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই সময়সূচিতে পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেছে।