গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি: পঞ্চম ও শেষ ধাপ শুরু ২৫ জুলাই

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের পঞ্চম ও শেষ ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার (২৫ জুলাই)। এই ধাপের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা, যা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।
গুচ্ছ ভর্তি কমিটির জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ২৫ জুলাই দুপুর ১২টা থেকে ২৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ফি জমা দিতে হবে। একইসঙ্গে এসএসসি ও এইচএসসি/সমমানের মূল নম্বরপত্র জমা দিতে হবে ২৬ জুলাই সকাল ১০টা থেকে ২৭ জুলাই দুপুর ৩টার মধ্যে যেকোনো একটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে।
কমিটি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে, এবং ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি অথবা কোটাভিত্তিক সুযোগ থেকেও শিক্ষার্থী বঞ্চিত হবেন।
ভর্তি বাতিলের প্রয়োজন হলে শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
এছাড়া, ভর্তিকৃত শিক্ষার্থীরা চাইলে ‘স্টপ অল মাইগ্রেশন’ বা ‘স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন’ অপশন বেছে নিতে পারবেন। ‘স্টপ অল মাইগ্রেশন’ নির্বাচন করলে ওই বিভাগের বাইরে আর কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। অন্যদিকে, ‘স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন’ বেছে নিলে একই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পছন্দক্রমে বিভাগ পরিবর্তন হতে পারে, কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হবে না।
প্রাথমিক ভর্তি ও মাইগ্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য গুচ্ছের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।