জানা গেল মা-মেয়ে হত্যার নেপথ্যের কারণ
রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা ও মেয়েকে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যাকাণ্ডের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। জানা যায়, গৃহকর্মী আয়েশাকে চুরির অপবাদ দেওয়া হয়েছিল সেই ক্ষোভ থেকেই সে গৃহবধূ লায়লা আফরোজ ও তার কন্যা নাফিসা বিনতে আজিজকে হত্যা করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে আয়েশাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মাদ জুয়েল রানা জানান, মোহাম্মদপুরে মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি আয়েশাকে নলছিটি এলাকা থেকে আটক করা হয়েছে।
তিনি বলেন, প্রথমে আয়েশার স্বামী
রাব্বি শিকদারকে ঢাকার সাভার এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে
ঝালকাঠি থেকে আয়েশাকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়।
এডিসি জুয়েল রানা জানান, শুরুতে ঘটনাটি ‘ক্লু-লেস’ মনে হলেও তদন্তে পুলিশ জানতে পারে, আয়েশা এর আগেও চুরির সঙ্গে জড়িত ছিল। তার দাবি অনুযায়ী, ছয় মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার একটি বাসায়ও চুরি করেছিলেন আয়েশা এ তথ্য তদন্তে উঠে আসে বলে পুলিশ জানায়।