পঞ্চগড়ে শীতের দাপট থামছেই না
পঞ্চগড়ে টানা তিন দিন ধরে
সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই স্থির রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ
থেকেই হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রার
বড় পার্থক্য শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল
৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। আজ ঘন কুয়াশা না থাকলেও ভোরের দিকে হালকা কুয়াশা
দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও তাতে উল্লেখযোগ্য উষ্ণতা মিলছে না বলে
জানান স্থানীয়রা।
এর আগের দিন তেঁতুলিয়ায়
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহজুড়ে দিন-রাতের এমন বড় তাপমাত্রা
পার্থক্যের কারণে শীতের প্রভাব আরও প্রকট হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শীতের তীব্রতায় সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে। অনেকেই ঠান্ডা থেকে বাঁচতে বাড়িঘর ও রাস্তার মোড়ে খড়কুটো জ্বালিয়ে গা গরম করার চেষ্টা করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত তিন দিন ধরে তাপমাত্রা
১০ ডিগ্রির ঘরেই অবস্থান করছে। ডিসেম্বরের শুরুতেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সামনের
দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।