ঝালকাঠি-১ আসনে এনসিপির প্রার্থী হচ্ছেন ডা. মাহমুদা মিতু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এরপর সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া আরেকটি আবেগঘন স্ট্যাটাসে ডা. মিতু জানান, তিনি বর্তমানে হাদির শহরে অবস্থান করছেন। স্ট্যাটাসে তিনি প্রয়াত হাদির কথা স্মরণ করে লেখেন, হাদি নিজেই বলেছিলেন—ডা. মিতুর নির্বাচনি প্রচারণায় তিনি সক্রিয়ভাবে অংশ নেবেন। কিন্তু আজ তাকে ছাড়াই মনোনয়ন ফরম নিতে এসেছেন তিনি। হাদি বেঁচে থাকলে তিনিও আজ ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন ফরম নিতেন বলেও মন্তব্য করেন ডা. মিতু।
হাদিকে ছাড়া শহরে পা রাখার অনুভূতি বর্ণনা করে তিনি লেখেন, তার পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে এবং বুকের ভেতরের ভার কিছুতেই কমছে না।
স্ট্যাটাসে ডা. মিতু আরও জানান, কিছুক্ষণের মধ্যেই তিনি ইনশা আল্লাহ রাজাপুরের উদ্দেশে রওনা হবেন। রাজাপুর ও কাঠালিয়ার মানুষের উদ্দেশে তিনি বলেন, কিছু সিদ্ধান্ত নিতে তাদের সময় লেগেছে এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি মনোনয়ন ফরম নিচ্ছেন। সে কারণে অনেককে আগেই জানানো সম্ভব হয়নি বলেও দুঃখ প্রকাশ করেন তিনি।
রাজাপুর নির্বাচন অফিসের আশপাশে অবস্থানরত নেতা-কর্মী ও সমর্থকদের সেখানে উপস্থিত থাকার আহ্বান জানান ডা. মাহমুদা মিতু। নিজের শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, যেন তারা তার জন্য হাত তুলে নাম ধরে দোয়া করেন। যারা তাকে সঠিকভাবে চেনেন না বা ভুলভাবে জানেন, তাদের বিষয়ে তিনি লেখেন—আল্লাহ যেন ভুল ভাঙার তৌফিক দান করেন।