ময়মনসিংহে দিপু দাসকে হত্যায় গ্রেফতার আরও ৬
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পোশাক কারখানার শ্রমিক দিপু
চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ৬ জনকে
গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে ভালুকার হবিরবাড়ি ও কাশর এলাকা থেকে
তাদের গ্রেফতার করা হয়। এই ৬ জনকে নিয়ে দিপু হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে
মোট ১৮ জনকে।
গ্রেফতাররা হলেন— তাকবির, রুহুল আমীন, নূর আলম , শামীম মিয়া , সেলিম মিয়া ও মাসুম খালাসী । তাদের বিরুদ্ধে কারখানার কর্মচারীদের
উসকানি, স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি এবং দিপুকে চাকরি থেকে অব্যাহতি নিতে চাপ দেওয়ার
অভিযোগ রয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাটি গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করছে। হত্যাকাণ্ডে
জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ধর্ম অবমাননার অভিযোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ময়মনসিংহের ভালুকা
উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় পিটিয়ে ও পুড়িয়ে হত্যার শিকার
হন পোশাক শ্রমিক দিপু দাস।