তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার বাগমারা এলাকায়
এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীতে মাইজদী রশিদ কলোনী থেকে ছেড়ে আসা একটি বাস
বাগমারা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর ওঠে। এতে যাত্রীরা আতঙ্কিত
হয়ে কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠান। প্রাথমিক চিকিৎসার পর নোয়াখালী পৌরসভার সাবেক বিএনপি নেতা জামাল উদ্দিন
ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপি কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা
হয়। চিকিৎসকরা তাদের অবস্থাকে আশঙ্কাজনক হিসেবে উল্লেখ করেছেন।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের
প্রার্থী মো. শাহজাহান বলেন, ‘খুশির
এই দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। খবর পাওয়ার সঙ্গে
সঙ্গেই আহতদের জন্য অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।