পেট্রাপোলে বাংলাদেশমুখী লং মার্চে বিক্ষোভ
বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী ঐক্য পরিষদ। বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তীক চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিক্ষোভকারীরা বাংলাদেশ অভিমুখে লং মার্চের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটকে দেয়।
পরে তারা পেট্রাপোল এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে এবং মাইক ব্যবহার করে বাংলাদেশের দিকে তাক করে উসকানিমূলক ও বাংলাদেশবিরোধী স্লোগান দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ সময় সীমান্তের এপারে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। পরিস্থিতি নজরদারিতে রাখা হয় এবং সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি থাকে।
পরবর্তীতে ভারতের বনগাঁও বাটার মোড় এলাকায় বনগাঁও হিন্দু নাগরিক ঐক্য মঞ্চ ও সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে আরেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিজেপির বিধায়ক অশোক কীর্তনীয়া এবং বিজেপির সংসদ সদস্য শান্তনু ঠাকুর।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, পেট্রাপোল এলাকায় একটি জমায়েতের খবর তিনি পেয়েছেন। তবে বাংলাদেশবিরোধী কোনো বিক্ষোভ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে নিশ্চিত তথ্য তার কাছে নেই বলে তিনি জানান।