খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবির শোক প্রকাশ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল -আওয়াল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন গণতন্ত্রের জন্য একজন সাহসী, অবিচল, দৃঢ়চেতা ও আপসহীন রাজনৈতিক নেতা। যিনি তিনবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
উপাচার্য বলেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের কাছে মমতা, সাহস ও প্রেরণার প্রতীক, একজন অভিভাবকসুলভ নেতৃত্বের নাম। তার জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও নিরবচ্ছিন্ন লড়াইয়ের প্রতিচ্ছবি। বাংলাদেশের মর্যাদা, স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের মাথা উঁচু করে বাঁচার অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন।
এক সংগ্রামী দেশপ্রেমিক রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক হিসেবে ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।'
অনুরূপভাবে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপ উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।