যমুনার ভাঙনের সমাধানের আশ্বাস আমিরুল ইসলামের
যমুনা নদীর
ভয়াবহ ভাঙন থেকে চৌহালী উপজেলাকে রক্ষা এবং বেলকুচি অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে নতুন করে ঘুরে দাঁড় করানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির রাজশাহী বিভাগের
সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে দলটির মনোনীত প্রার্থী
আমিরুল ইসলাম খাঁন আলীম।
সোমবার (২৯
ডিসেম্বর) বিকেল ৩টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর
জেলা আইনজীবী সমিতির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আমিরুল ইসলাম বলেন, চৌহালী উপজেলা যমুনা নদীর দুই তীরজুড়ে অবস্থিত। দীর্ঘদিনের
নদীভাঙনে এই এলাকার বিস্তীর্ণ জনপদ বিলীন হয়ে গেছে, বাস্তুচ্যুত হয়েছে হাজারো
পরিবার। চৌহালীকে যমুনার ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা করাই তার প্রধান অগ্রাধিকার
হবে।
তিনি বলেন, ‘এই
এলাকার মানুষের সঙ্গে আমাদের ঐতিহ্য, সংগ্রাম ও আত্মিক সম্পর্ক রয়েছে। নদীভাঙনের
অভিশাপ থেকে মানুষকে মুক্ত করে সিরাজগঞ্জ-৫ আসনকে নিরাপদ ও বসবাসযোগ্য জনপদ হিসেবে
গড়ে তুলতে চাই।’
তাঁত শিল্প
প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেলকুচির তাঁতি সম্প্রদায়
বর্তমানে চরম অবহেলার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে
স্বল্প সুদে ঋণের ব্যবস্থা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদনে বৈচিত্র্য আনা জরুরি।
তিনি আরও
বলেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার গঠিত হলে যমুনা নদীর
ভাঙন রোধে কার্যকর প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি তাঁত শিল্প সংরক্ষণ ও সম্প্রসারণে
গ্যাসলাইন স্থাপন এবং তাঁতভ্যান প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়া হবে।
আমিরুল ইসলাম
খাঁন আলীম বলেন, ‘তাঁত শিল্প শুধু তাঁতি সম্প্রদায়ের পেশা নয়, এটি বেলকুচি
অঞ্চলের মানুষের অর্থনৈতিক ভিত্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের মোট
বস্ত্রচাহিদার প্রায় ২০ শতাংশ এই শিল্প থেকেই পূরণ হয়। তাই এই শিল্পকে বাঁচাতে
তাঁতিদের সুযোগ-সুবিধা বাড়ানো অপরিহার্য।’
গত বছরের ৫
আগস্টের অস্ত্র লুটের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে
অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল অবৈধ অস্ত্র উদ্ধার করা। অবৈধ অস্ত্র
যেন গণতন্ত্র ও মানুষের অধিকার ক্ষুণ্ন করতে ব্যবহার না হয়, সে বিষয়ে সরকার ও
নির্বাচন কমিশনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তারেক
রহমানের দেশে ফেরাকে ‘আশার আলো’ হিসেবে উল্লেখ করে আমিরুল ইসলাম খাঁন আলীম বলেন,
তার নেতৃত্বে দেশে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার হবে—এমন বিশ্বাস
সাধারণ মানুষের মধ্যে দৃঢ় হচ্ছে।
নির্বাচনে নিজের জয়ের বিষয়ে তিনি বলেন, ‘জয় আল্লাহ ও জনগণের ওপর নির্ভরশীল। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত হবে।’