আমরা চাই নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকুক: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ
হোসেন বলেন, আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি। আমরা চাই বিপুল
সংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে করে নির্বাচনের সময় কেউ গন্ডগোল করার সুযোগ না
পায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান রিপাবলিক ইনস্টিটিউট;
তারা প্রত্যেকে পর্যবেক্ষক পাঠাবে। তাদের সব ধরনের সহায়তা আমরা দেব। তাদের
নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেটা আমরা দেখব।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা সরকারী স্কুল মাঠে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য বর্তমান অন্তবর্তীকালিন সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করবো। কেউ যাতে কোন প্রকার গন্ডগোল করতে না পারে। আর যদিও বা করে তাহলে তাকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে, এ বিষয়ে সরকারের অবস্থানে জিরো টলারেন্স রয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে বলে দেয়া হয়েছে, যদি কোন স্থানে সমস্যা হয় সেখানে ভোট বন্ধ করে দেয়ার জন্য। এছাড়া সুষ্ঠ ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস। কারণ মানুষ দীর্ঘদিন তাদের ভোট দিতে পারেনি। তাই রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে মানুষকে ভোট দানে উৎসাহিত করা। আপনারা মানুষের কাছে যান, বক্তব্য তুলে ধরুন। তবে কেউ কাউকে আঘাত করবেন না। সবাই শান্তিপূর্ণ অবস্থানে থাকুন এবং একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দিন।
ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: বেল্লাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানসহ প্রশাসন এবং স্থানীয় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।