কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নাঈম (২১) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চরপার্বতী ইউনিয়নের পাঠানতোলা এলাকার বলিরগো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম পাঠানতোলা এলাকার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে নাঈম তাদের নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করতে যান। এ সময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন নাঈম। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনার বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”