ঘুষ কেলেঙ্কারিতে ওসি ও এএসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান ও এএসআই বিপ্লব বড়ুয়াসহ ছয় পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) তাদের কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান আটক করে টহলরত পুলিশ সদস্যরা। অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে তারা কাভার্ডভ্যান চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যবস্থা নেয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নতুন দায়িত্ব পাওয়া এসআই সজীব মিয়া বলেন, একটি অভিযোগের ভিত্তিতে একসঙ্গে ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার থেকেই আমি দায়িত্ব পালন করছি।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসিসহ সংশ্লিষ্ট ছয় সদস্যকে সরিয়ে আনা হয়েছে। বিষয়টি তদন্তে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, সড়কে চলাচলকারী যানবাহনের কাছ থেকে হয়রানিমূলকভাবে অর্থ আদায়ের বিষয়টি আগেও শোনা গেছে। এবার সরাসরি পদক্ষেপ নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই।