রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টস ক্লাবের আত্মপ্রকাশ, প্রথম কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনের লক্ষ্যে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইন আর্টস ক্লাব’ (আরইউএফএসি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) কমিটির আত্মপ্রকাশের দিন গ্রাফিক ডিজাইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সুমন আলী কে সভাপতি এবং ফুয়াদ হোসেন কে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মোস্ত. নওসিন তাসনিম, যুগ্ম সম্পাদক মতিউর রহমান ও লামিয়া তাওসিন জাওয়াদ, কোষাধ্যক্ষ অনামিকা রাণী রায়, ওয়ার্কশপ ও স্কিল ডেভেলপমেন্ট সমন্বয়ক আসাদ সাদিক রাফি, ক্যারিয়ার কাউন্সেলিং সমন্বয়ক মো. আবু রায়হান জনি, মিডিয়া ও প্রচার সমন্বয়ক মো. ফাহিম ফয়সাল, গ্রাফিক ডিজাইন ও আইটি সমন্বয়ক মো. তাজমিনুর রহমান, ইভেন্ট ও প্রদর্শনী সমন্বয়ক মো. মেহেদী হাসান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুনায়েদ ইসলাম।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সুমন আলী বলেন,চারুকলা অনুষদের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও প্রতিভা বিকাশের লক্ষ্যে এই ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইন আর্টস ক্লাব শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার গাইডলাইন, বিভিন্ন ওয়ার্কশপ আয়োজন এবং প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে।
উল্লেখ,সংগঠনটি কর্মশালা, সামাজিক কার্যক্রম ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, মিডিয়া ব্যবস্থাপনা, গ্রাফিক ডিজাইন, আইটি ও ইভেন্ট পরিচালনার মতো বিভিন্ন ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে কাজ করবে। একইসঙ্গে উচ্চশিক্ষা, স্কলারশিপ ও পেশাগত দিকনির্দেশনা প্রদান করাও এর অন্যতম উদ্দেশ্য।