রাকসুর তফসিল ঘোষণার দাবিতে ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)- এর নির্বাচন তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এসময় তারা, 'রাকসু নিয়ে তাল-বাহানা চলবে না , চলবে না ', 'রক্তের বন্যায় ভেসে অন্যায় ', 'এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে', 'রাকসু না সিন্ডিকেট রাকসু , রাকসু' , 'দিতে হবে রোডম্যাপ দফা এক, দাবি এক', 'তোমার আমার অধিকার রাকসু রাকসু', 'শিবুরের অঙ্গিকার রাকসু রাকসু', ' ইসলামি ছাত্রশিবির জিন্দাবাদ জিন্দাবাদ', 'একশন টু একশন ডাইরেক্ট একশন' , 'শিবিরের একশন ডাইরেক্ট একশন', ' নারায়ে তাকবির আল্লাহু আকবার', 'দিতে হবে দিতে হবে রাকসু দিতে হবে', 'চব্বিশের হাতিয়ার গর্জে উঠে আরেকবার', 'চলছে জুলাই চলবে ছাত্রশিবির লড়বে', এসব স্লোগান দিতে থাকেন।
শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন,
জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রশাসন একটি রোডম্যাপ ঘোষণা করেছিলো। কোন সামাজিক ও রাজনৈতিক অদৃশ্য ক্ষমতাবলে বা প্রভাবে এই রোডম্যাপটি বাস্তবায়ন হয়নি এর ব্যাক্ষা নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার চেয়েছি। তারা এখন পর্যন্ত এর ব্যাখ্যা দিতে পারেনি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, রাকসু নিয়ে যদি প্রশাসন টালবাহানা কয়ার চেষ্টা করে আমরা আর ছাড় দিবো না। রাকসুতে নির্বাচিত পাঁচজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সিনেটের মেম্বার হয় যারা শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে সেখানে কাজ করে।এবং আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের বাজেটের ৭৫ শতাংশের বেশি শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হয়। কিন্তু সবচেয়ে বড় স্টেইক শিক্ষার্থীদের জন্য মাত্র ২৩-২৪ শতাংশ বাজেট বরাদ্দ থাকে। ছাত্র প্রতিনিধিরা গেলে আমরা মনে করি এসবের সমাধান করতে পারবে। আজকে নির্বাচন কমিশনের সামনে ছাত্রশিবির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী গ্রহণ করবে।
তিনি আরো বলেন,যতক্ষণ না রাকসু নির্বাচনের তফসিল ঘোষনা করবে ততক্ষণ আমরা মাঠ ছাড়বো না। আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এসময় বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।