রাবিতে সাংবাদিকতা বিভাগের মাস্টার্সে সেমিস্টার পদ্ধতি চালু, নতুন কোর্স ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চালু হয়েছে সেমিস্টার ভিত্তিক স্নাতকোত্তর প্রোগ্রাম। নতুন এই কারিকুলামে সময়োপযোগী বেশ কয়েকটি কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়টি।
গত রোববার (২০ জুলাই) সকাল এগারোটায় বিভাগের ১২৩ নম্বর কক্ষে এই নতুন কারিকুলামের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল। সভায় উপস্থিত ছিলেন মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীরা এবং কারিকুলাম কমিটির সদস্যরা।
সভায় কারিকুলামের বিভিন্ন দিক উপস্থাপন করেন কমিটির আহ্বায়ক ও বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিহুর রহমান। তিনি জানান, নতুন স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থীরা তিনটি কাঠামোর মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন—দুই সেমিস্টারের এমএসএস (কোর্সওয়ার্ক),তিন সেমিস্টারের এমএসএস (মিক্সড মোড)এবং চার সেমিস্টারের এমএসএস (থিসিস)।
তিনি বলেন, বর্তমান যুগের সাংবাদিকতা দ্রুত রূপান্তর হচ্ছে। এআই ইতোমধ্যেই গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত হচ্ছে। ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা’ কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা শিখবে কীভাবে এআই সংবাদ সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনাকে পরিবর্তন করছে।
তিনি আরও জানান, কারিকুলামে ডিজিটাল মিডিয়ার রূপান্তর ও ট্রান্সমিডিয়া স্টোরিটেলিংয়ের মতো বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় বক্তব্য দেন বিভাগের শিক্ষক ও পিএসসির সাবেক সদস্য অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। তিনি বলেন, গবেষণাভিত্তিক শিক্ষায় গুরুত্ব বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে সাংবাদিকতা চর্চার গভীরে যাওয়া।
পরিচিতি সভায় শিক্ষার্থীরা নতুন পাঠক্রম নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। কারিকুলাম কমিটির সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের উত্তর দেন। সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য অধ্যাপক ড. নাজিয়াত হোসেন চৌধুরী ও সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ। ছুটিতে থাকায় উপস্থিত থাকতে পারেননি কমিটির আরেক সদস্য সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, অল্প সময়ের মধ্যে কারিকুলাম কমিটির সদস্যরা অত্যন্ত সুচারুভাবে কাজটি সম্পন্ন করেছেন। শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী ও ব্যবহারিক শিক্ষায় এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি আশাবাদী।