রাবি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার নতুন কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের বিতর্কভিত্তিক সংগঠন 'হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা'র দশম আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে সংগঠনটির আংশিক এই কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে আরবি বিভাগের শিক্ষার্থী মো. নেছার উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে নআইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী আছওয়া আহমেদ (আরিয়ান) মনোনীত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি জাহিনুর ইসলাম, জয়ন্ত পাল জয় এবং নূর মোহাম্মদ হাসান শুভ; যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নয়ন হোসেন, কোষাধ্যক্ষ নাইম হোসেন, দপ্তর সম্পাদক মো. সাকিব সরকার এবং প্রচার সম্পাদক মো. সাজেদুল ইসলাম।
উল্লেখ্য, আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ কমিটি গঠনের জন্য সভাপতি-সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে৷