একটি গাছ কাটলে ১০ টি গাছ লাগানোর দায়বদ্ধ নিন: নোবিপ্রবি উপাচার্য
“একটি গাছ কাটা হলে তার পরিবর্তে অন্তত ১০টি গাছ লাগাতে হবে”—এই বার্তা দিয়ে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয় চত্বরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’, চ্যানেল আই এবং নোয়াখালী জেলা শাখার যৌথ আয়োজনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এদিন শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
উপাচার্য বলেন, “গাছ আমাদের বাঁচিয়ে রেখেছে। যদি আমরা বৃক্ষনিধন না করি তাহলে কার্বন ডাই-অক্সাইড নিঃশেষ করতে পারবো। কিন্তু কোনো উন্নয়ন কাজের জন্য যদি একটি গাছ কাটতেই হয়, তাহলে তার বদলে অন্তত ১০টি গাছ লাগাতে হবে। তবেই আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারবো।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের সবুজ পরিবেশ ধরে রাখতে আমাদের পক্ষ থেকে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহায়তায় আরও এক হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, স্টেট অ্যান্ড হাউজিং শাখার প্রশাসক ড. আ. শ. ম. শরিফুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
পরিবেশ সচেতনতা বাড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার লক্ষ্যে এ কর্মসূচিকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।