রাবিতে জালিয়াতির মাধ্যমে ভর্তি হতে এসে এক শিক্ষার্থী আটক

জালিয়াতির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফার্মেসি বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি হতে এসে একজন শিক্ষার্থী আটক হয়েছেন। গতকাল রবিবার (২৭ জুলাই) বিভাগে ভর্তির সময় আটক হন তিনি।
আটককৃত ওই শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল ইমরান। তিনি রংপুর জেলার সদর থানার মো. রবিউল ইসলাম ও মোছা. রাজিয়া বেগম দম্পতির সন্তান।
আব্দুল্লাহ আল ইমরান বলেন, আমার দুঃসম্পর্কের খালাতো বোনের স্বামী রইসুল ইসলাম রাহি আমাকে ও আমার বান্ধবী সাদিয়া তাসনিম সুস্মিতাকে রাবিতে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল। এজন্য তিনি আমার থেকে দেড় লাখ এবং আমার বান্ধবীর থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন। রাহি ভাই রুয়েটে চাকরি করেন বলে আমরা জানি।
ইমরান আরও বলেন, রাহি ভাই আমাকে গত ১২ জুলাই বলেছিলেন, 'তুই ভর্তি হতে যা। রাবির প্রশাসন ভবন- ২ এর মোস্তাক তোকে সাহায্য করবে। ' কিন্তু ওইদিন ক্যাম্পাসে এসে মোস্তাক আহমেদের কোনো সাহায্য আমি পায়নি। গত শনিবার আমাকে আবার বলেছিল, 'ফার্মেসি বিভাগের ম্যাডামকে সব বলা আছে। গেলেই ভর্তি করে নিবেন। ' কিন্তু আজ বিভাগে গেলে ম্যাডাম আমার কাগজপত্র ভুয়া জানিয়ে আমাকে প্রক্টরের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, কয়েকদিন আগে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান আমাকে জানিয়েছিলেন, ওনাদের বিভাগে ২ জন সন্দেহজনক শিক্ষার্থী পোষ্য কোটায় ভর্তি হতে এসেছিলেন। তাঁরা পরবর্তীতে আবার আসলে আমাদের জানানোর জন্য সভাপতিকে বলেছিলাম। ওই দুইজনের একজন আজ ভর্তি হতে আসার পর বিভাগ থেকে আমাদের জানানো হয়। আমরা ওই শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। ওনারা পরবর্তী আইনগত পদক্ষেপ নিবেন।