রাবি ছাত্রদলের উদ্যোগে “জুলাই শহিদদের স্মরণে সভা” অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে “জুলাই শহিদদের স্মরণে সভা” অনুষ্ঠিত হয়। গত বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ছাত্রশিবিরের আসল রূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে শিবিরের রাজনীতিকে কখনোই অনুমতি দেয়নি৷ গণঅভ্যুত্থানের পর ঢাবির কিছু দুষ্কৃতিকারী সংঘবদ্ধ-এর সহায়তায় তারা কার্যক্রম পরিচালনা করছে। গুপ্ত সংগঠনের রাজনীতি থেকে আমাদের সতর্ক থাকতে হবে৷ তাদের বিরুদ্ধে ছাত্রদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, গত ৫ আগস্টের পরে ছাত্রশিবির আত্মপ্রকাশ করায় আমরা তাদের স্বাগত জানিয়েছিলাম। কিন্তু দেখবেন, যে ক্যাম্পাসে তাদের অবস্থান রয়েছে সেখানে তারা আত্মপ্রকাশ করেছে। আর যেখানে সক্ষমতা দেখাতে পারে না সেখানে গুপ্ত অবস্থায় রয়েছে এবং কমিটি প্রকাশ করছে না।
ছাত্রশিবিরের খোঁজ দিয়ে তিনি বলেন, যদি শিবির দেখতে চান, শিবিরের আচার-ব্যবহার ও সন্ত্রাসী কার্যক্রম দেখতে চান তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যান। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৫ বছরের বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর কী ধরনের নির্যাতন চালানো হয়েছে! আপনারা চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে শিবিরের আসল চরিত্র দেখতে পাবেন।
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. জহির রায়হান আহমেদ। এছাড়াও রাবি ও রাজশাহী মহানগড়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।