নোবিপ্রবিতে পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচি।
রোববার (২০ জুলাই ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামের সামনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। তাঁরা অডিটোরিয়ামের সামনের রাস্তার পাশে দুটি দেবদারু গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।
এ আয়োজনের তত্ত্বাবধানে ছিল বিশ্ববিদ্যালয়ের স্টেট অ্যান্ড হাউজিং শাখা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. শিবলুর রহমান, স্টেট অ্যান্ড হাউজিং শাখার প্রশাসক ড. আ. শ. ম. শরিফুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ানুল হক বলেন, "পরিকল্পিতভাবে সবুজায়নের এই প্রয়াস আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য ক্যাম্পাস গঠনের দিকেই আমাদের এগিয়ে নিয়ে যাবে।" বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পর্যায়ক্রমে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।